আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের, ২ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট তলব

- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ সিট-এর তদন্তেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাই কোর্ট। আদালত জানিয়েছে, জেলা জজের পর্যবেক্ষণেই এই ময়নাতদন্ত হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে।
ময়নাতদন্তের একটি কপি সিটকে ও একটি কপি আনিসের পরিবারকে দিতে হবে। আদালতের তরফে টি আই প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের মোবাইল ফোন সিল করবে সিট। তার পর পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে আনিসের ফোন। টি আই প্যারেড হবে জেলাশাসকের উপস্থিতিতে।
তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিটকে। দু সপ্তাহের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। তার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
(বিস্তারিত আসছে)