কলকাতাThursday, 10 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হিজবুল্লাহর রকেট হামলায় দিশেহারা ইসরাইল

Kibria Ansary
October 10, 2024 3:51 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় দিশেহারা ইসরাইল। লেবাননে নির্বিচারে বোমাবর্ষণের পরও হিজবুল্লাহকে দমাতে পারছে না ইসরাইলি বাহিনী। বুধবার (৯ অক্টোবর) হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইসরাইলের উত্তরাঞ্চলে বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। হিজবুল্লাহর অব্যাহত হামলার কারণে ইসরাইলের হাইফা এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ইসরাইলের উত্তরাঞ্চলের একের পর এক রকেট ছুড়ে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন, ঠিক তখন নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে হিজবুল্লাহ। এদিন ইসরাইলের হাইফাসহ আশপাশের এলাকায় বৃষ্টির মতো রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম অধিকাংশ রকেট প্রতিহত করলেও বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। এতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। হতাহতদের উদ্ধারে ছুটে আসে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার কাজ।

প্রসঙ্গত, এর আগে ৭ অক্টোবরও ইসরাইলের বিভিন্ন জায়গায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর অব্যাহত হামলার জেরে রীতিমতো হিশেহারা হয়ে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। হিজবুল্লাহর হামলার কারণে নিজেদের জীবন নিয়ে শঙ্কিত সাধারণ ইসরাইলিরাও।