পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের ‘গুপ্তচর ইউনিট-৮২০০’ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ।
সূত্রের খবর, ইসরাইলের ‘গুপ্তচর ইউনিট-৮২০০’ ঘাঁটি সাইবার যুদ্ধের দায়িত্বে রয়েছে। এই ‘গুপ্তচর ইউনিটটি শুধু ইসরাইল সরকারের নয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটও বটে।
এদিন টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর অধিকৃত গোলান উপত্যকা এবং ইসরাইলের গ্যালিলির ডাল্টন বসতিতেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
READ: চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুন পাতানো মামার
এছাড়া উত্তর ইসরাইলে হুলা উপত্যকার ইয়েসোদ হামাআলা বসতি, মাউন্ট মেরনের কাছে বার ইয়োহাই বসতি এবং সাফাদ শহরের উত্তরে বিরিয়া গ্রামেও রকেট হামলা চালানো হয়েছে বলে এই সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
1 Comment
Pingback: বিশ্বের বৃহত্তম কুমিরের মৃত্যু – Puber Kalom – Bengali News Daily