পুবের কলম,ওয়েবডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘অন্নপূরানি’ এবার রাজনীতির শিকার। বিতর্ক ও আইনি জালে পড়ে বৃহস্পতিবার নেটফ্লিক্স থেকে সরানো হয়েছে ছবিটি। জানা গেছে, ‘অন্নপূরানি’-দ্য গডেস অফ ফুড’ সিনেমাটি একটি হিন্দু ব্রাহ্মণ মেয়েকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যার স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া। এক বন্ধুর সাহায্যে সে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে। কিন্তু, একজন হিন্দু মন্দিরের পূজারির মেয়ে হওয়ার কারণে, তাঁকে আমিষ খাবার রান্না করতে গেলে অনেক চ্যালেঞ্জ এবং সংগ্রামের মুখোমুখি হতে হয়। ছবির মূল বক্তব্য, খাবারের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।
তবে ‘অন্নপূরানি’: দ্য গডেস অফ ফুড’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার পরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। কারণ, ছবিতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে বনবাসে থাকার সময় রাম মাংস খেতেন। যুক্তি হিসেবে তিনি বলছেন, রামের হাতে যে তির-ধনুক থাকে, তা খাদ্যের জন্য পশু শিকারের প্রতীক। বাল্মীকির রামায়ণে তার উল্লেখও রয়েছে। এছাড়াও ‘লভ জিহাদ’ প্রচারের অভিযোগ উঠেছে ছবিটি ঘিরে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনীত তামিল তারকা জয় একজন মুসলিম চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে নয়নতারা হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাঁদের বেশ কিছু আপত্তিকর দৃশ্য ও সংলাপ রয়েছে সিনেমাটিতে। আর পুরো ছবিতে হিন্দু দেবতা রামকে অপমান ও ‘লাভ-জিহাদ’ প্রচার করা হচ্ছে বলে রে রে করে ওঠে স্বঘোষিত হিন্দুত্বের ধ্বজাধারীরা। এমনকী সংশ্লিষ্ট ঘটনায় তীব্র আপত্তি জানিয়ে হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ সোলাঙ্কি মুম্বইয়ে এফআইআর দায়ের করেন। জি ৫ যারা এই ছবিটি প্রযোজনা করেছে। তারা বিশ্ব হিন্দু পরিষদের কাছে এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। জি ৫ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলেছে, হিন্দু ও ব্রাহ্মণদের অপমান করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। যদি কারও আত্মাভিমানে লেগে থাকে, তাহলে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী।
শনিবার বিজেপি নেতা টি রাজা সিং বিতর্কিত চলচ্চিত্র ‘অন্নপূরানি’ নির্মাতাদের উপর ক্ষোভ উগড়ে দেন। এবং অবিলম্বে জি স্টুডিওকে ব্যান করার জন্য আবেদন জানান । তিনি বলেন, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জি স্টুডিও ব্যান করা ও এই ধরনের ছবি তৈরি করা পরিচালক, অভিনেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে তামিলনাড়ুতে ছবিটি মুক্তি পায়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কর্তৃপক্ষ ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। গত ৮ জানুয়ারি হিন্দুত্ববাদীদের একটি সংগঠন ছবির সঙ্গে সংশ্লিষ্ট অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুম্বইয়ে। যার ভিত্তিতে সকলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আইনি জটিলতাকে সরিয়ে রাখলে এই ছবির পক্ষে-বিপক্ষে মতামত নিয়ে তোলপাড় নেটপাড়া ৷
কেউ কেউ সিনেমাটিকে সরিয়ে নেওয়ার পক্ষে আওয়াজ তুলেছে। আবার কেউ কেউ বিষয়টি বাকস্বাধীনতাতে হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। একজন লিখেছেন, সেন্সরবোর্ডের জন্য বিষয়টি অবমাননাকর। যার এই ছবি পছন্দ হবে না। সে দেখবে না। অন্য একজন লিখেছেন, সব কিছুতে ধর্ম না ঢোকালেই নয়। সব কিছুতে ধর্ম ঢোকালে মানুষ বাঁচবে কি করে। এক কাজ করুন কাজবাজ ছেড়ে ধর্ম ধর্ম করুন। সেটাই ভালো হবে।