পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় যে কোনও মুহূর্তে নাগরিকদের সাহায্যে হেল্প লাইন নম্বর চালু করেছে কলকাতা পুরসভা। এই হেল্প লাইন নম্বরে ফোন করে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স– অক্সিজন সব সাহায্য পাবেন রোগীরা। আজ থেকেই এই পরিষেবা শুরু হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
কলকাতা পুরসভার এই হেল্প লাইন নম্বরটি হল ২২৮৬১২৩৮। এই পরিষেবার দায়িত্বে থাকছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী সহ কয়েকজন স্বাস্থ্য আধিকারিক। শনিবার থেকে যাঁরা আক্রান্ত হবেন তাঁদের কাছে এসএমএস মারফত এই সমস্ত আধিকারিকদের নম্বর পাঠানো হবে। যাতে যেকোনও সাহায্যের জন্য চটজলদি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাগরিকরা। ওই নম্বরে ফোন করে করোনা চিকিৎসা সংক্রান্ত সব সাহায্য পাবেন রোগীরা।