পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতার আকাশের মুখ ভার। সেইসঙ্গে অস্বস্তিকর গুমোট পরিবেশ। বুধবার রাতেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুক্র-শনিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা। প্রবল বৃষ্টির জন্য শুক্র ও শনিবার লাল সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। ধস নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত কারণে বাড়বে অস্বস্তিকর পরিবেশ।
মৌসুমী অক্ষরেখার অতি সক্রিয়তার কারণেই বঙ্গে বৃষ্টি। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।