সিডনি, ৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল তাপপ্রবাহের কবলে। এতে অঞ্চলটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে। ভিক্টোরিয়া রাজ্যের বড় অংশজুড়ে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইতিমধ্যে দেশটির ভিক্টোরিয়া রাজ্যে বড় ধরনের একটি দাবানল শুরু হয়েছে। গত সপ্তাহে গ্রাম্পিয়ানস ন্যাশনাল পার্কে ওই দাবানল শুরু হয়। এতে বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হচ্ছে।
ভিক্টোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উইমেরাসহ দুটি এলাকায় আগুন জ্বালানোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৮০ কিলোমিটারের বেশি জায়গাকে কর্তৃপক্ষ ‘চরম’ দাবানলের ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে চিহ্নিত করেছে।