কলকাতাTuesday, 22 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আনিস হত্যাঃ রণক্ষেত্র কলকাতার রাজপথ, অবরুদ্ধ শহর, শিয়ালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের

mtik
February 22, 2022 4:00 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তপ্ত কলকাতার রাজপথ। আনিস খানের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিলে আলিয়া বিশ্ববিদ্যালইয়ের পড়ুয়ারা। শামিল যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা। এদিন পার্ক সাকার্স থেকে শুরু হয়ে মিছিল ক্রমশই এগোতে থাকে। ডোরিনা ক্রশিং থেকে শিয়ালদায় বিক্ষোভকারী ও পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এদিকে যতই বাধা আসুক তারা, তারা থামবে বলে জানান বিক্ষোভকারীরা।


বিক্ষোভ ক্রমশ এমজি রোড ধরে এগোচ্ছে। ছাত্র বিক্ষোভে অবরুদ্ধ গোটা শিয়ালদা। পুলিশের নজর এড়াতে বার বার রুট বদল করছেন বিক্ষোভকারীরা। স্তব্ধ যান চলাচল। ছাত্রদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশরা। রণক্ষেত্র কলকাতা।

ছাত্র নেতা খুনে আজ উত্তপ্ত কলকাতার রাজপথ। পুলিশের পক্ষ থেকে বার বার আটকানোর চেষ্টা হলেও সব বাধা পার করে এগিয়ে চলেছে পড়য়ারা। চারদিকেই পুলিশে ছয়লাপ। প্রায় আড়াইঘন্টা ধরে চলছে ছাত্র বিক্ষোভ।  কলেজ স্ট্রিটে চলছে প্রতিবাদ বিক্ষোভ। গার্ড রেল দিয়ে আন্দোলন রোখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আনা হল জলকামান, নামল র‍্যাফ। রয়েছেন আইপিএস অফিসার। কলেজ স্ট্রিটে ধুন্ধুমার পুলিশে ধস্তাধস্তি।

ছাত্রদের চ্যাং দোলা করে তুলে নিয়ে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ুয়াদের ব্যাগ, জুতো। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ।