নয়া দিল্লি, ৭ জানুয়ারিঃ ঝুলেই রইল রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থী এবং শিক্ষার্থীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। পরিবর্তে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা দায়ের করেছে, তার শুনানি আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি হবে শীর্ষ আদালতে হবে জানা গেছে। বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। সেইসঙ্গে শীর্ষ আদালত আশ্বাস দিয়েছে যে আগামী মে’তে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগেই মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকল।
সংবাদ সূত্রে জানা যায়, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান যে নয়া শিক্ষাবর্ষ শুরুর আগে যেন ওবিসি মামলার ফয়সালা করা হয়। যিনি আগেই শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন যে হাইকোর্টের রায়ের কারণে সাধারণ মানুষ ওবিসি শংসাপত্র ব্যবহার করতে পারছেন না। আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর সেটার প্রেক্ষিতেই মে’র মধ্যে সেই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসবাণী দিয়েছে বিচারপতি গভাই এবং বিচারপতি মসিহের ডিভিশন বেঞ্চ।
আর হাইকোর্টের যে রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য, তা গত ২২ মে দিয়েছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে সব ওবিসি-বি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত।