পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করেছেন স্বাস্থ্যখাতে। বাজেটে ক্যানসার নিরাময়ে উপর জোর দিয়েছে কেন্দ্র।নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের প্রতিটি জেলায় ক্যানসার সেন্টার তৈরি হবে।আগামী ৩ বছরের মধ্যে সব জেলায় ক্যানসার সেন্টার তৈরি করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যানসার সেন্টার তৈরি করা হবে। ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে। দেশের চিকিৎসকদের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বাজেটে ঘোষণা করা হয় মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে মেডিক্যাল পড়ার সুবিধা পাবে আরও ছাত্র-ছাত্রী।