পুবের কলম প্রতিবেদকঃ যত সময় যাচ্ছে– রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। গত কয়েকদিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আগামী সাতদিনের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এবার সেই অতিমারি সামাল দিতে এদিন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলো সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করল স্বাস্থ্য দফতরের কর্তারা।
এই দিনের বৈঠকে ওমিক্রনের ফলে করোনা গ্রাফ বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে আসন্ন সংকট মোকাবিলায় তৈরি থাকতে কথা বলল স্বাস্থ্য দফতর। এ দিন এই বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অর্থাৎ করোনা বেড– অক্সিজেনের সংস্থান– ওষুধ– পিপিই কিট– মাস্ক ও স্যানিটাইজারের সংস্থান রাখতে।
এই দিনের বৈঠকে স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে শীঘ্রই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে কোভিড বেডের সংখ্যা বাড়াতে হবে। একইসঙ্গে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনীয় ওষুধের সংস্থান করার জন্য জরুরি ভিত্তিতে ওষুধও মজুত করার কথা বলা হয়েছে। কোভিড মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পিপিই কিট– ভেন্টিলেটর– অক্সিজেন– মাস্ক– স্যানিটাইজার ইত্যাদিও সংস্থানের কথা বলা হয়েছে।
একইসঙ্গে এ দিন স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যেখানে করোনা টেস্ট হচ্ছে– তার রিপোর্ট সেই দিনের মধ্যেই স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। মোটের উপর একদিকে পথে নেমে যেমন রাস্তায় পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে। রাজ্যে কোভিডের তৃতীয় রুখতে একইভাবে সক্রিয় হলো স্বাস্থ্য ভবন। যদিও এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফ থেকে লকডাউন বা নাইট কারফিউর কথা বলা হয়নি। তবে ধীরে ধীরে আসন্ন পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য সরকার।