পুবের কলম,ওয়েবডেস্ক: সাত সকালে হাড়হিম কাণ্ড উত্তর ২৪ পরগনা। চাষের জমি থেকে উদ্ধার যুবকের মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন তারা। তখনই মাঠ লাগোয়া ঝোপের মধ্যে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখে সেখানে মুণ্ডহীন রক্তাক্ত শরীর পড়ে রয়েছে। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় যাতে না জানা যায়, সেজন্যই এমন নৃশংসভাবে ধর থেকে মাথা আলাদা করা হল? সে প্রশ্নও উঠছে।
ঘটনাস্থল থেকে একাধিক মদের গ্লাস উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, রাতে খুনের আগে সেখানে মদের আসর বসেছিল। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে একজনের পক্ষে এহেন কান্দন ঘটানো সম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা। মৃতদেহের মাথা উদ্ধারের খোঁজে এলাকায় শুরু হয়েছে তল্লাশি। ওই যুবক কি স্থানীয়, নাকি অন্য কোথা থেকে তিনি সেখানে এসেছিলেন? তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা ও আশপাশে কোনও যুবক নিখোঁজ কিনা, তাও খোঁজখবর করে দেখছেন পুলিশ।