কলকাতাSaturday, 4 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

মাথায় ওড়না,  হাইকোর্টে শুনানি ৬ জানুয়ারি

mtik
December 4, 2021 3:41 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পরীক্ষায় শুধুমাত্র মাথায় ওড়না থাকার কারণে বেশ কিছু মুসলিম তরুণীকে পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছেছে।

সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষাতেও মাথায় ওড়না পরিহিতা মুসলিম তরুণীদের অ্যাডমিট কার্ড বাতিল করায়– তুহিনা খতুন-সহ অন্যান্য বঞ্চিত পরীক্ষার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার বিচারপতি অরিন্দম মুখার্জির আদালতে তার শুনানি হয়। যেহেতু কনস্টেবল নিয়োগ নিয়ে একই ধরনের একটি মামলার জন্য বিচারপতি ৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন–  সেহেতু সাব-ইন্সপেক্টর নিয়োগের মামলাটিও বিচারপতি অরিন্দম মুখার্জি এইসঙ্গে যুক্ত করে ৬ জানুয়ারি শুনানি করবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন। ফলে কনস্টেবল নিয়োগ ও সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় সংখ্যালঘু মেয়েদের বঞ্চনা করার মামলা দু’টি একইসঙ্গে ৬ জানুয়ারি শুনানি হবে।