দেশের পথ প্রদর্শক ছিলেন, গোটা বিশ্ব নেতাজিকে নেতা মানত, কর্তব্য পথ উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: সকল দেশবাসীকে অভিনন্দন। নেতাজি এমন একজন নেতা ছিলেন গোটা বিশ্ব নেতাজিকে নেতা মানত। ভারতকে আধুনিক করতে চেয়েছিলেন নেতাজি। নেতাজির আদর্শে চললে দেশ আরও উন্নত হত। নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নেতাজির বাসভবনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মোদি বলেন, নেতাজি অখণ্ড ভারতের প্রথম প্রধান। আমাদের সিদ্ধান্তে নেতাজির আদর্শের ছাপ। লালকেল্লায় আজাদ ফৌজের সংগ্রহশালা তৈরি।আমাদের সরকারই এই কাজ করেছে।
দেশের পথ প্রদর্শক ছিলেন নেতাজি। আজ কর্তব্য পথ তৈরি হয়েছে। দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হচ্ছে। কর্তব্য পথে যখন দেশের মানুষ আসবে কর্তব্য পালনের অনুপ্রেরণা পাবে। প্রধানমন্ত্রী কর্তব্য পথ উদ্বোধন করে বলেন, রাজপথ দাসত্বের প্রতীক ছিল। ইংরেজ আমলের আইন বদলে দিয়েছি। আজ কর্তব্য পথ তৈরি করেছি। দাসত্বের মানসিকতা পরিবর্তনের শুরু।
মোদি বলেন, ২৬ জানুয়ারি কর্তব্য পথের নির্মাণ শ্রমিকদের আমন্ত্রণ। বিজেপির শাসনকালে খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এইমস-সংখ্যা বেড়েছে। দেশে মেডিকেলের সংখ্যা বেড়েছে, রেলের বৈদ্যুতিকরণ হচ্ছে। আজ ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কর্তব্য পথের উদ্বোধন করেন।