হিন্দু মেয়ের সঙ্গে কফি পান, মুসলিম যুবককে বেধড়ক মার বজরং বাহিনীর

- আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ মুসলিম ছেলেদের বিরুদ্ধে সংঘ পরিবারের লাভ জিহাদের অভিযোগ বহুদিনের। ইদানীং বিষয়টি নিয়ে আরও বাড়াবাড়ি শুরু করেছে বজরং দল। হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম বন্ধু দেখলেই তাদের সম্পর্কের কোনও বাছবিচার না করেই বেধড়ক পেটাচ্ছে গেরুয়া বাহিনী। এই ঘটনা ঘটছে বারবার। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে এমনই একটি গণপ্রহারের ঘটনা ঘটেছে।
হিন্দু বান্ধবীর সঙ্গে কফি খেতে গিয়েছিল এক মুসলিম যুবক। তা দেখেই সন্দেহ হয় বজরং দলের সদস্যদের। তাদের চোখ এড়িয়ে কফিশপে যাওয়া! সেটা যে সম্ভব না তা প্রমাণ করতেই সেখানে গিয়ে হাজির হয় বজরং বাহিনী। লাভ জিহাদের ভুয়ো অভিযোগ তুলে বেধড়ক মারধর করে যুবকটিকে।
তারপর তাকে টেনে-হিঁচড়ে কফিশপ থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয় তারা। ঘটনাটির ভিডিয়োও করে তারা যাতে অন্য মুসলিম পুরুষদের মধ্যে ভয় ধরানো যায়। এটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে ইন্দোর পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ধর্মান্তরণ বিরোধী আইন রয়েছে। এটি মূলত লাভ জিহাদ রুখতেই করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। এই আইনে বিচার করলে যুবকটির জেল ও জরিমানা হতে পারে। সামান্য কফি খেতে গিয়ে এত শাস্তির সম্মুখীন হতে হবে তা হয়তো তার কল্পনায় ছিল না!