ঢাকা: শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকসহ তাদের পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ ৯টি প্রকল্পে এসব দুর্নীতি হয়েছে।
Read More: জার্মানিতে আস্থা ভোটে হারলেন চ্যান্সেলর ওলাফ শলৎজ
দু’দকের অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া আট প্রকল্পে ২১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক। দুদক সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় প্রকল্পে তাদের দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ সিদ্দিক।