বোলপুর, ১ নভেম্বর : বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেল থেকে। শয্যার চাদর ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বিচারাধীন বন্দি দেবনাথ বাগদি৷ ২৪ অক্টোবর চুরির অপরাধে তাকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ।
বোলপুরের নায়েকপাড়ার বাসিন্দা দেবনাথ বাগদি৷ ২৪ অক্টোবর এলাকায় চুরির অপরাধের তাকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। ওই দিনই ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মত বোলপুরের সিয়ান সংশোধনাগারে ছিল দেবনাথ৷
জেল, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বন্দি থাকাকালীন অসুস্থ হয়ে পরে সে৷ তাকে বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেলের শয্যায় রেখে চিকিৎসা করানো হচ্ছিল৷ এদিন, হাসপাতালের পুলিশ সেলে শয্যার চাদর ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বিচারাধীন বন্দি। পরিবারের অভিযোগ, এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোন রকম সংবাদ দেওয়া হয়নি৷ বহুক্ষণ পর হাসপাতাল সূত্রে পরিজন মৃত্যুর খবর পান৷
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সহ শান্তিনিকেতন থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সেলে বিচারাধীন বন্দির উপর কেন নজরদারি ছিল না? বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেল শান্তিনিকেতন থানার অন্তর্গত। থানায় থানায় চলছে কালী পুজো, পুজোর মরশুমে পুলিশি নজরদারির অভাবে মৃত্যু হল বিচারাধীন বন্দির বলেই অভিযোগ।
যদিও, এই মর্মে বীরভূম জেলা পুলিশের শীর্ষ কর্তারা কোন মন্তব্য করতে নারাজ৷ মৃত বিচারাধীন বন্দির মা পল্লবী বাগদি বলেন, “কোন রকম খবর দেয়নি পুলিশ৷ কাউন্সিলের কাছে জানতে পারি আমার ছেলে মারা গিয়েছে।
1 Comment
Pingback: চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুন পাতানো মামার – Puber Kalom – Bengali News Daily