অসম থেকে হজযাত্রা শুরু ৪জুন

- আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
- / 8
মেহরাজ চৌধুরী, অসম: দেশের বিভিন্ন রাজ্যের হজযাত্রীদের একাংশ সউদি আরবে পৌঁছে গেলেও অসমের হজযাত্রীরা এখনও যাত্রা আরম্ভ করতে পারেন নি। আগামী ৪জুন থেকে অসম থেকে হজ যাত্রা আরম্ভ হবে। অসম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ যৌথ হজ কমিটি সম্প্রতি এই মর্মে বিমানের সময় সূচী ঘোষণা করে।
প্রকাশিত নির্ঘণ্ট মতে, আগামী ৪জুন রবিবার বেলা ১২.৫৫মিনিটে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রথম উড়ান জেদ্দা অভিমুখে যাত্রা করবে। বিমানটি ১৭৫ যাত্রী নিয়ে রাত ২১.৩০মিনিটে জেদ্দায় অবতরণ করবে। এদিন বিকাল ৪.২৫ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে দ্বিতীয় বিমান যাত্রা করবে। ২০ জুন পর্যন্ত প্রতিদিন দুটি বিমান গুয়াহাটি ও জেদ্দার মধ্যে চলাচল করবে।
প্রসঙ্গত, এবার অসম থেকে ৬৩০২ জন হজ যাত্রী হজব্রত পালনে মক্কা-মদিনায় যাচ্ছেন। এরমধ্যে ৪২৮১ জন পুরুষ ও ২০২১ জন মহিলা রয়েছেন । মোট হজ যাত্রীর মধ্যে অসমের বরাক উপত্যকায় সর্বাধিক হজ যাত্রী রয়েছেন। উপত্যকার কাছাড় জেলা থেকে ১০৮০ জন, করিমগঞ্জ জেলা থেকে ৮৬৪ এবং হাইলাকান্দি জেলার ৫৫৫ জন হজ যাত্রী রয়েছেন। যৌথ হজ কমিটি ২০২৩ সালের হজ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ওরিয়েন্টেশন ক্যম্প করে হজ যাত্রীদের সচেতনতা ও হজের বিভিন্ন বিষয় হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
এদিকে হজ কর্মসূচী সমাপ্ত করে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই প্রতিদিন দুটি বিমান হজ যাত্রী নিয়ে জেদ্দা থেকে গুয়াহাটি আসবে। অসমের হজ যাত্রীদের দেখাশোনা ও সহযোগিতার জন্য যৌথ হজ কমিটি ১৪ জন খাদিমুল হুজ্জাজ সহ ডাক্তার ও স্বাস্থ্য কর্মী নিযুক্ত করেছে।