পুবের কলম প্রতিবেদক: আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত হজ হজের প্রথম কিস্তির টাকা জমা করা যাবে। কেন্দ্রীয় হজ কমিটির নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তিতে হজ যাত্রীদের ১ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা জমা দেওয়ার কথা ছিল। ২১ শে অক্টোবর ছিল হজের আবেদনের প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন রাজ্য থেকে সময় বাড়ানোর অনুরোধ আসায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত হজের প্রথম কিস্তির টাকা দেওয়া যাবে বলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
আবেদনকারী কে টাকা জমা দেওয়ার পর , অস্থায়ীভাবে নির্বাচিত হজযাত্রীদের ৫ নভেম্বরের মধ্যে এর মধ্যে তাদের নিজ নিজ রাজ্য হজ কমিটিতে নিম্নলিখিত নথি জমা দিতে হবে:হজ আবেদনপত্র ,একান্ত ঘোষণা ও অঙ্গীকার পত্র,পে-ইন-স্লিপ/অনলাইন রসিদের একটি কপি,মেডিকেল স্ক্রীনিং এবং ফিটনেস সার্টিফিকেট।
3 Comments
Pingback: ভয়ংকর কাণ্ড ভাঙরে, চায়ের দোকানে থেকে উদ্ধার এক ব্যক্তির গলাকাটা দেহ
Pingback: ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে সুন্দরবন বাসিন্দারা, প্রস্তুত প্রশাসন - PuberKalom.com
Pingback: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত বাংলা-ওড়িশা