০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Hajj 2025 Khutbah: বাংলা সহ ২০ ভাষায় অনুবাদ হবে এবারের হজের খুতবা

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 31

পুবের কলম,ওয়েবডেস্ক: হজের খুতবা (Hajj 2025 Khutbah) বিশ্ব মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সেই গুরুত্ব উপলব্ধি করে, সউদি আরব প্রতি বছর বিভিন্ন ভাষায় হজের খুতবা অনুবাদ করে সম্প্রচার করে, যাতে বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা তা সহজে বুঝতে পারেন। চলতি বছর ১৪৪৬ হিজরির পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে সউদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এবারের হজের খুতবা(Hajj 2025 Khutbah) ২০টি ভাষায় অনুবাদ করা হবে। ঘোষিত ২০টি ভাষা হল: ১. ইংরেজি, ২. ফরাসি, ৩. মালয়, ৪. উর্দু, ৫. ফারসি, ৬. চাইনিজ, ৭. তুর্কি, ৮. রাশিয়ান, ৯. হাউসা, ১০. বাংলা, ১১. সুইডিশ, ১২. স্প্যানিশ, ১৩. সোয়াহিলি, ১৪. আমহারিক, ১৫. ইতালিয়ান, ১৬. পর্তুগিজ, ১৭. বসনিয়ান, ১৮. মালায়ালাম, ১৯. ফিলিপিনো ও ২০. জার্মান।

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ভাষায় খুতবা (Hajj 2025 Khutbah) অনুবাদের এই উদ্যোগ হজের মর্মবাণী বিশ্বের সকল মুসলিমদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষার অন্তর্ভুক্তি সারা বিশ্বের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ আনন্দের সংবাদ। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ আরাফাতের ময়দানে। মসজিদে নামিরায় হজের ইমাম খুতবা প্রদান করেন আরবি ভাষায়। সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে খুতবা সরাসরি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে হাজিদের মাঝে সম্প্রচার করা হয়।

চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য ৫ বা ৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে সউদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। সউদি সরকার ইতোমধ্যে হাজিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নির্বিঘ্ন হজ পালন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে হজের সময় করোনা বা অন্য কোনো সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায়ও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Hajj 2025 Khutbah: বাংলা সহ ২০ ভাষায় অনুবাদ হবে এবারের হজের খুতবা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: হজের খুতবা (Hajj 2025 Khutbah) বিশ্ব মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সেই গুরুত্ব উপলব্ধি করে, সউদি আরব প্রতি বছর বিভিন্ন ভাষায় হজের খুতবা অনুবাদ করে সম্প্রচার করে, যাতে বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা তা সহজে বুঝতে পারেন। চলতি বছর ১৪৪৬ হিজরির পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে সউদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এবারের হজের খুতবা(Hajj 2025 Khutbah) ২০টি ভাষায় অনুবাদ করা হবে। ঘোষিত ২০টি ভাষা হল: ১. ইংরেজি, ২. ফরাসি, ৩. মালয়, ৪. উর্দু, ৫. ফারসি, ৬. চাইনিজ, ৭. তুর্কি, ৮. রাশিয়ান, ৯. হাউসা, ১০. বাংলা, ১১. সুইডিশ, ১২. স্প্যানিশ, ১৩. সোয়াহিলি, ১৪. আমহারিক, ১৫. ইতালিয়ান, ১৬. পর্তুগিজ, ১৭. বসনিয়ান, ১৮. মালায়ালাম, ১৯. ফিলিপিনো ও ২০. জার্মান।

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ভাষায় খুতবা (Hajj 2025 Khutbah) অনুবাদের এই উদ্যোগ হজের মর্মবাণী বিশ্বের সকল মুসলিমদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষার অন্তর্ভুক্তি সারা বিশ্বের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ আনন্দের সংবাদ। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ আরাফাতের ময়দানে। মসজিদে নামিরায় হজের ইমাম খুতবা প্রদান করেন আরবি ভাষায়। সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে খুতবা সরাসরি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে হাজিদের মাঝে সম্প্রচার করা হয়।

চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য ৫ বা ৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে সউদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। সউদি সরকার ইতোমধ্যে হাজিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নির্বিঘ্ন হজ পালন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে হজের সময় করোনা বা অন্য কোনো সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায়ও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।