পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিন সংগ্রাম সংক্রান্ত টক শো বাতিল করল গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও পাবলিক পলিসি বিভাগ এই টক শোর আয়োজন করেও শেষমুহূর্তে বাতিল করেছে। জেএনইউ অধ্যাপক জোয়া হাসানকে ভারত ও বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের অবস্থান নিয়ে বক্তব্য রাখার জন্য আনুরোধ করা হয়েছিল। ১২ নভেম্বর শো অনুষ্ঠিত হবার কথা হলেও ১০ তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল করে দেন।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কাঙ্গনাকে নোটিশ ধরাল আদালত
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান জানান, গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের একজন আমাকে ফোন করে জানান, ফিলিস্তিনিস স্ট্রাগল ফর ইক্যুয়ল রাইটস’ এবং ভারত ও বিশ্বের প্রতিক্রিয়া সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। আর চলমান ফিলিস্তিনি যুদ্ধে থামানোর জন্য কি অবস্থান হতে চলেছে ভারত ও বিশ্বের সে সংক্রান্ত একটি ব্যক্তব্য আমাকে রাখতে হবে। তবে নানা চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত টক শো ক্যানসিল করে দেন তারা। তবে এটি প্রথমবার না , ফিলিস্তিন ইস্যুতে অতীতে বহু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে এ ধরনের অনুষ্ঠান বাতিল করেছে।