যুক্তরাষ্ট্রে চিনের নববর্ষের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৯, আহত ১০

- আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের মোনাটারি পার্কে চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বন্দুক হমলায় অন্তত ৯ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টা নাগাদ এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ার জানান, গুলিবর্ষণের খবর পেয়ে মন্টেরি পার্কের পশ্চিম গার্ভে অ্যাভিনিউয়ে গিয়ে পৌঁছায় স্থানীয় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় অনেককেই কাতরাতে দেখা যায়।
সেখান থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তারা চিকিৎসাধীন রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেসের সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, তিনজন লোক দৌড়ে তার রেস্তোরাঁয় প্রবেশ করে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে। তারা ওই এলাকায় একজনকে মেশিনগান দিয়ে গুলি চালাতে দেখেছেন বলে জানায়। দুইদিনের চান্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন মোনাটারি পার্কে চিনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতেছিলেন।
প্রসঙ্গত, প্রতি বছরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষ উদযাপিত হয়। প্রায় ১ লাখ মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে প্রায় ৬০ হাজার মানুষের বাস। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসীই এশিয়ান।