পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকারের স্লোগান ‘এক দেশ, এক ট্যাক্স’। কিন্তু এর আড়ালে ধনীদের সুযোগ ও গরিবদের চাপে রাখার কৌশল নেওয়া হয়েছে। ধনীদের এবং কর্পোরেট সংস্থায় জিএসটি ছাড় দেওয়া হচ্ছে, আর চাপ বাড়ানো হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর। এই অভিযোগ নিয়ে পথে নামতে চাইছে কংগ্রেস। ভোপালে মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটি এই ইস্যু নিয়ে কংগ্রেসের পথে নামার ঘোষণা দিল। ছত্তিশগড়ের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও এই নিয়ে এক বৈঠকে জানালেন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রকৃতপক্ষে ধনীদের সুবিধা করে দেওয়ার জন্যই। এই কংগ্রেস নেতা বলেন, দেশের ১০ শতাংশ ধনী গোষ্ঠী মাত্র ৩ থেকে ৪ শতাংশ জিএসটি দিচ্ছেন এমনভাবে করের স্ল্যাব তৈরি করা হয়েছে। নিম্ন আয়ের মানুষদের ৫০ শতাংশ মানুষকে দিতে হচ্ছে ৬৪ শতাংশ। নিম্ন আয়ের মানুষদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সরকার জিএসটির নামে তাদের হাত থেকে টাকা তুলে নিচ্ছে। ফলে ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে।
সিংদেও সাংবাদিক বৈঠকে বলেন, কর্পোরেট হাউসদের বাৎসরিক কর ছাড় দেওয়া হয়েছে। কর্পোরেট ট্যাক্স মকুব করে দেওয়া হয়েছে ২ লক্ষ কোটি টাকা বলে তুলে ধরেন এই কংগ্রেস নেতা। দেশের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতাদের দাবি, জিএসটি গড়ে ৯ শতাংশ থেকে নামিয়ে দুই বা তিন শতাংশে আনতে হবে। কেন-না ছোট ব্যবসায়ীরা এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবার জিএসটির জালে জড়িয়ে পড়ছে বেশি করে।
কংগ্রেসের দাবি, কোনও খাদ্য সামগ্রীর উপর জিএসটি চাপানো চলবে না। সরকার পেনসিলের উপর জিএসটি চাপিয়েছে, এটা খুবই দুঃখজনক। স্বাস্থ্য বীমার উপরও রয়েছে ১৮ শতাংশ জিএসটি। পপকর্নের উপরও ১২ শতাংশ কর চাপানো হয়েছে। জিএসটি পরিবর্তনের দাবিতে কংগ্রেস সারা দেশে পথে নামতে চলেছে। শুরু হল মধ্যপ্রদেশ থেকে বলে জানালেন সিনিয়র কংগ্রেস নেতা সিংদেও।