পুবের কলম, ওয়েব ডেস্কঃ গত বছরের পর ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে টেক জায়ান্ট গুগল। বুধবার একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সিইও সুন্দর পিচাই। জানা গেছে, সংস্থার উচ্চপদস্থ ১০ শতাংশ কর্মীর চাকরি যেতে চলেছে। পিচাই জানিয়েছেন, কেন কোম্পানি ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এরআগে, ২০২৩ সালের জানুয়ারিতে গুগল ৬ শতাংশ অর্থাৎ ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিল।
জানা গিয়েছে, গুগলের বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে গুগল। শুধুই ম্যানেজার নয়, চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও। সংস্থার অন্দরে পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল।
সার্চ ইঞ্জিনের দৌড়ে বরাবরই এগিয়ে গুগল। তবে এআই-এর দাপটে চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআইতেও একাংশের মানুষ ভরসা রাখতে শুরু করেছেন। গুগলের পরিবর্তে চ্যাট জিপিটিতে সার্চ বা যে কোনও উত্তর পেতে বেশি ভরসা করছেন মানুষ। ফলে চিন্তা বেড়েছে গুগলেরও। এমন পরিস্থিতিতে সংস্থার অন্দরে কিছু বিশেষ পরিবর্তন আনতে বদলে ছাঁটাইয়ের পথে এগোচ্ছে গুগল।
গুগল জানিয়েছে যে গত কয়েক বছরে তারা অনেক বড় পরিবর্তন করেছে। এখন কিছু পদ বাদ দেবে প্রতিষ্ঠানটি। এসব পদের মধ্যে রয়েছে ম্যানেজার, ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট।