কলকাতাMonday, 16 August 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

Android স্মার্টফোনে বন্ধ হয় যাবে Gmail, YouTube , Google Account!

mtik
August 16, 2021 2:48 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্ম স্মার্ট ফোন ছাড়া অচল। বলা যায়, সমাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে স্মার্ট ফোন। এখন প্রায় সব কিছুই আমাদের হাতের মুঠোয় এই স্মার্ট ফোনের দৌলতে। Gmail, YouTube, Google Account প্রভৃতি একাধিক অ্যাপ বর্তমানে অত্যন্ত জরুরি অ্যাপ হয়ে গেছে। যার ওপর নির্ভরশীল একাংশ গ্রাহক। এই জরুরি অ্যাকাউন্টগুলি হঠাৎ করে বন্ধ হয়ে যায়! এবার সেইরমই নিয়ম জারি হতে চলেছে।
Android স্মার্টফোনে বন্ধ হয় যাবে Gmail, YouTube এবং Google Account। আগামী ২৭ সেপ্টেম্বর এই নিয়ম লাগু হতে চলেছে। জানা গেছে Google অ্যাপ যেমন YouTube, Drive এবং Gmail আর পুরনো Android Smartphone সাপোর্ট করবে না। অ্যানড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে Android 3.0 হতে হবে।
যে সমস্ত গ্রাহকদের কাছে পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, তবে আপনার ফোনে আর গুগল ড্রাইভ, গুগল অ্যাকাউন্ট, জি-মেইল এবং ইউটিউব ব্যবহার করা যাবে না। গুগল (Google) সেই সব অ্যান্ড্রয়েড ফোনে(Android phone) তার সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে অ্যান্ড্রয়েডের ভার্সন 2.3.7 বা এর চেয়ে কম ভার্সন রয়েছে। অ্যানড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন 3.0 হতে হবে বলে জানিয়েছে সংস্থা।
এই নিয়ম জারি হওয়ার পরে, নতুন নিয়মের পরে ইউজাররা তাদের ফোনে গুগল ড্রাইভ, গুগল অ্যাকাউন্ট, জিমেইল এবং ইউটিউব ব্যবহার করতে পারবে না। ইউজারদের ফোনে এখন অন্তত অ্যান্ড্রয়েডের 3.0 Honeycomb ভার্সন হতে হবে, যদিও গুগল জানিয়েছে যে পুরোনো ভার্সন ইউজাররা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে।
২ সেপ্টেম্বর এর পরে এই ধরনের অ্যান্ড্রয়েড ভার্সন যুক্ত ফোনগুলির ইউজাররা যদি গুগলের কোন অ্যাপস এ লগইন করার চেষ্টা করেন তাহলে সেখানে ইউজারনেম-পাসওয়ার্ড এরর দেখাবে। এছাড়াও যদি কোনও ইউজার সেই পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি তারা গুগল একাউন্ট নতুনভাবে ক্রিয়েট করে লগইন করে বা ফ্যাক্টরি রিসেট করে সেক্ষেত্রেও এরর মেসেজ দেখাবে।

পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করলে সেখানেও মেসেজ দেখাবে।
গুগল সংস্থার নতুন নিয়ম অনুসারে পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলির যে ভার্সনগুলিতে এই নিয়মটি লাগু করা হয়েছে সেগুলি হল-

অ্যান্ড্রয়েড ভার্সন 1.0
অ্যান্ড্রয়েড ভার্সন 1.1
অ্যান্ড্রয়েড ভার্সন 1.5 কাপকেক
অ্যান্ড্রয়েড ভার্সন 1.6 ডোনাট
অ্যান্ড্রয়েড ভার্সন 2.0 এক্লেয়ার
অ্যান্ড্রয়েড ভার্সন 2.2 ফ্রোয়ো
অ্যান্ড্রয়েড ভার্সন 2.3 জিঞ্জারব্রেড