পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে বড় দুর্ঘটনা নব নালন্দা স্কুলে। আহত নবম শ্রেণীর দুই পড়ুয়া। আহতদের একজনের অবস্থা গুরুতর। ভর্তি ঢাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ের নব নালন্দা স্কুলে ৷
জানা গেছে, অন্যদিনের মতো এদিনও স্কুলে ঢুকছিল ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল সাতটা নাগাদ আচমকাই উপরের তলা থেকে কাচ ভেঙে পড়ে। তাতে নবম শ্রেণির দুই পড়ুয়া গুরুতর জখম হয়। একজনের হাত এবং আরেক জনের মাথায় চোট লাগে। হাত চোট লাগা পড়ুয়ার স্কুলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা হয়। তারপর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে যে মাথায় চোট পায় তাকে ঢাকুরিয়ার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুলে চড়াও হয় অভিভাবকরা। স্কুলে এসে তুমুল উত্তেজনা ছড়ায়। সকাল থেকে স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন টালিগঞ্জ থানার পুলিশ। পরে বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিলাল অরিজিৎ মিত্র। ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা৷ সংশ্লিষ্ট ঘটনায় রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর ৷