কলকাতাTuesday, 7 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

কমিশনের দাবিতে ক্ষিপ্ত গেরুয়া শিবির, পুরভোটে বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি

mtik
December 7, 2021 5:05 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে বাহিনীর প্রয়োজন নেই বলে রাজভবনে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর পরেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। পুরভোটে বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

 

এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিধানসভা ভোটের পর ২৫ হাজার সন্ত্রাস হয়েছে। খুন হয়েছে দলীয় কর্মী। কলকাতাতেও ৫০০’র বেশি এফআইআর আছে। কলকাতা পুরভোটেও সন্ত্রাস হয়েছে। যাদবপুর, বেলেঘাটা সব জায়গাতেই বিজেপি আক্রান্ত হয়েছে। কাজেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয়। বিজেপির দাবিতে অসন্তুষ্ট বিজেপি।

 

এদিন শুভেন্দু বলেন, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বিজেপি। এই ভোট হচ্ছে ছাপ্পা ভোটের মেশিন। বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।
উল্লেখ্য, আজ কলকাতা পুরভোট নিয়ে রাজভবনে রিপোর্ট জমা দেয় নির্বাচন কমিশন। পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই বলে রাজভবনে রিপোর্ট দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, ‘রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে বাহিনীর দরকার নেই। কলকাতা ও রাজ্য পুলিশ দিয়েই পুরভোট করাতে কোনও সমস্যা নেই। পুলিশ মোতায়েনের ফর্মূলায় কমিশন আশ্বস্ত বলে জানানো হয়েছে।
এর পরেই পুরভোটে বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।