পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ রক্ষা আর সম্ভব হয়নি, মঙ্গল সন্ধ্যায় নিভেছে বাংলা সঙ্গীত জগতের সন্ধ্যা প্রদীপ। প্রয়াত হয়েছেন গীতশ্রী। সারা রাত তাঁর দেহ রাখা ছিল পিস হেভেনে। আজ বুধবার সকাল ১১ টায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ বার করা হয় পিস হেভেন থেকে। বেলা ১২ টা থেকে গীতশ্রীর দেহ বিকাল পাঁচটা পর্যন্ত শায়িত রয়েছে রবীন্দ্রসদনে। শেখানেই সকলে অন্তিম শ্রদ্ধা জানাতে পারবেন।
বিকাল পাঁচটায় দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। গীতশ্রীর প্রয়াণের খবর পাওয়ার পরই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে দুপুরের বিশেষ বিমানে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।