”
পুবের কলম ওয়েবডেস্ক: ও গানওয়ালা, আর একটা গান গাও / আমার আর কোথাও যাবার নেই/ কিচ্ছু করার নেই। একযুগ পেরিয়ে গিয়েছে, ১৩ বছর পর ফের ঢাকায় গান গাইতে চলেছেন কবীর সুমন। মাত্র ৭২ ঘন্টার মধ্যেই প্রায় শেষ সব টিকিট। এর আগে ২০০৯ সালে শেষ বার বাংলাদেশ যান এইশিল্পী। কিন্তু তারপর কেন এত বছরের বিরতি। তবে কবীর সুমন বলছেন বাংলাদেশের ওপর তাঁর কোন অভিমান নেই।
আসলে সেইভাবে কোন নিমন্ত্রণ পাননি বলেই পাড়ি জমানো হয়নি পড়শি দেশে।
৯০ এর দশকে হাতে গিটার, গালে চাপ দাড়ি সেই সময় সুমন চট্টোপাধ্যায়ের “ এককাপ চায়ে আমি তোমাকে চাই” এপার বাংলা- ওপার বাংলা দুই বাংলাকেই আলোড়িত করেছিল। এরপর একের পর পেটকাটি চাঁদিয়াল, প্রিয়তমা, এই শহর জানে আমার প্রথম সবকিছু, বাঙালির হৃদয়ের অন্তস্থলে জাগিয়েছে সুরের মূর্ছনা। এর সঙ্গে আছে রবীন্দ্রসংগীত।
সেই সোনাঝরা কণ্ঠ আবারও শোনার অপেক্ষায় ওপার বাংলার সঙ্গীতমোদি মানুষ। তিন দিনের প্রথম দিন অর্থাৎ ১৫ ই অক্টোবর তিনি গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ই অক্টোবর গাইবেন খেয়াল এবং ২১শে অক্টোবর ফের গাইবেন আধুনিক বাংলা গান।