পুবের কলম,ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড , মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন দেশের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভার পাশাপাশি ২টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েনাডের মতো কেন্দ্রও। যেই কেন্দ্রের প্রার্থী ছিলেন রাহুলের আদুরে বোন প্রিয়াঙ্কা।
⇐Kerala Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Palakkad |
RAHUL MAMKOOTATHIL |
INC |
Chelakkara |
UR PRADEEP |
CPI (M) |
♦কেরলের বিধানসভা কেন্দ্র♦
প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়ে একেবারে ছক্কা হাঁকিয়েছেন তিনি। প্রথমবারেই ফুল মার্কস। আর এই লড়াইয়ের মাধ্যমেই সরাসরি ভোট রাজনীতিতে প্রবেশ তাঁর। ওয়েনাডে ৪ লক্ষ ভোটে এগিয়ে জয় নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা গান্ধি । যাতে কার্যত চোখে সরসে ফুল দেখছে বিরোধীরা।
⇔Kerala Parliamentary Constituency Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Wayanad |
PRIYANKA GANDHI VADRA |
INC |
♦কেরলের লোকসভা কেন্দ্র♦
⇐Bihar Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Tarari |
VISHAL PRASHANT |
BJP |
Ramgarh |
ASHOK KUMAR SINGH |
BJP |
Imamganj |
DEEPA KUMARI |
HAM (S) |
Belganj |
MANORAMA DEVI |
JD(U) |
♦বিহারের ৪টি বিধানসভা আসন♦
এছাড়া, বিহারের ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিহারে ৪টি বিধানসভা আসনের মধ্যে ২টি আসনে জয়লাভ করেছে বিজেপি, একটিতে জয় পেয়েছে জনতা দল, অন্যটিতে হিন্দুস্তানি আওয়াআমি মোর্চা।
তারারি, রামগড়, ইমামগঞ্জ এবং বেলাগঞ্জে উপনির্বাচন হয়েছিল। তারারি থেকে বিজেপির বিশাল প্রশান্ত, রামগড় থেকে অশোক কুমার সিং, ইমামগঞ্জ থেকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) দীপা কুমারী এবং বেলাগঞ্জ থেকে জনতা দলের (ইউনাইটেড) মনোরমা দেবী এগিয়ে রয়েছেন।
এদিকে অসমে পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল।
⇔Assam Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Dholai |
NIHAR RANJAN DAS |
BJP |
Sidli |
NIRMAL KUMAR BRAHMA |
UPP,L |
Bongaigaon |
DIPTIMAYEE CHOUDHURY |
AGP |
BehalI |
DIGANTA GHATOWAL |
BJP |
Samaguri |
TANZIL HUSSAIN |
INC |
♦অসমে পাঁচটি বিধানসভা কেন্দ্র♦
এদিকে অসমে ৫ বিধানসভা আসনের মধ্যে ২টিতে জয় পেয়েছে বিজেপি। এছাড়াও ধোলাই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস প্রায় ৭০ হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন। সেখানে ১০ হাজারের ব্যবধানে জয়ী গেরুয়া শিবির।
অসমের শিডলি আসনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম ৯৫ হাজার ভোট পান। এনডিএ প্রার্থী এখানে ৩৭ হাজার ভোটে জয়ী হন।
এদিকে অসমের বনগাইগাওঁ কেন্দ্রে জয়ী হয়েছেন এনডিএ সমর্থিত অসম গণ পরিষদের প্রার্থী দিপ্তীময়ী চৌধুরী। তিনি এই আসনে জয়ী হন ৩৫ হাজার ভোটে।
বেহালি আসনে কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটোওয়াল। তিনি এই আসনে জয়ী হন প্রায় ৫১ হাজার ভোটে।
অসমের সামাগুড়ি আসনে বিজেপির প্রার্থী দিপলু রঞ্জন সরমা পেয়েছিলেন প্রায় ৭৯ হাজার ভোট। তিনি জয়ী হয়েছেন প্রায় ২৩ হাজার ভোটে।
⇐Uttar Pradesh Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Katehari |
DHARMRAJ NISHAD |
BJP |
Karhal |
TEJ PRATAP SINGH |
SP |
Kundarki |
RAMVEER SINGH |
BJP |
Meerapur |
MITHLESH PAL |
RLD |
Ghaziabad |
SANJEEV SHARMA |
BJP |
Majhawan |
SUCHISMITA MAURYA |
BJP |
Sishamau |
NASEEM SOLANKI |
SP |
Khair |
SURENDER DILER |
BJP |
Phulpur |
DEEPAK PATEL |
BJP |
♦ উত্তরপ্রদেশের উপনির্বাচনের ফল♦
অন্যদিকে উত্তরপ্রদেশে ৯টি আসনের উপনির্বাচনে ৭ টিতে জয়ী হয়েছে বিজেপি। আর মাত্র দুটি আসনে পাঁচ আঙুলের ছাপ ফেলেছে সমাজবাদী পার্টি। কয়েক মাস আগেই লোকসভা ভোটে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির থেকে পিছিয়ে গিয়েছিল বিজেপি। এই আবহে উপনির্বাচনের এই লড়াই বিজেপির জন্যে প্রেস্টিজ ফাইট হিসেবে ধরা হচ্ছিল।
⇐Maharashtra Parliamentary Constituency Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Nanded |
DR SANTUKRAO MAROTRAO HAMBARDE |
BJP |
♦মহারাষ্ট্র বিধানসভা কেন্দ্র♦
উল্লেখ্য, মহারাষ্ট্র, ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও দুইটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে দুটি লোকসভার আসন ছিল কেরল ও মহারাষ্ট্রে।
অন্যদিকে বিধানসভার আসনগুলো হলো- উত্তরপ্রদেশে ৯টি, রাজস্থানে সাতটি, পশ্চিমবঙ্গে ছয়টি, আসামে পাঁচটি, বিহারে চারটি, পঞ্জাবে চারটি, কর্ণাটকে তিনটি, মধ্যপ্রদেশে দুইটি, কেরালায় দুইটি, সিকিমে দুইটি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং ছত্রিশগড়, গুজরাত, মেঘালয়,উত্তরাখন্ডে একটি করে।
↵Uttarakhand Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Kedarnath |
ASHA NAUTIYAL |
BJP |
♦উত্তরাখন্ড বিধানসভা কেন্দ্র♦
পশ্চিমবঙ্গের যে ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল তার সব কয়টিতেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রগুলো হলো- সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি।
⇐West Bengal Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Sitai |
SANGITA ROY –WON |
AITC |
Madarihat |
JAYPRAKASH TOPPO- WON |
AITC |
Naihati |
SANAT DEY – WON |
AITC |
Haroa |
SK RABIUL ISLAM |
AITC |
Medinipur |
SUJOY HAZRA |
AITC |
Taldangra |
FALGUNI SINGHABABU |
AITC |
♦পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা কেন্দ্রে♦
বিজেপির প্রত্যাশা ছিল- আরজি করের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানবে তারা। তবে সেই পরিকল্পনা রীতিমতো ভেস্তে গেল বললেই চলে। ভোটারদের মন জয় করে শেষ হাসি হাসলো তৃণমূল শিবির। আর এ ঘটনা থেকেই পরিষ্কার যে আরজিকর ইস্যু ভোটারদের মনে কোনো ছাপই ফেলতে পারেনি।
⇐Punjab Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Gidderbaha |
HARDEEP SINGH DIMPY DHILLON |
AAP |
Dera Baba Nanak |
GURDEEP SINGH RANDHAWA |
AAP |
Chabbewal (SC) |
DR ISHANK KUMAR |
AAP |
Barnala |
KULDEEP SINGH DHILLON KALA DHILLON- WON |
INC |
♦পঞ্জাব বিধানসভা কেন্দ্র♦
প্রসঙ্গত, পঞ্জাবে ৪ আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে আপ। একটি গিয়েছে কংগ্রেসের দখলে।
⇐Rajasthan Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Jhunjhunu |
RAJENDRA BHAMBOO |
BJP |
Ramgarh |
SUKHAVANT SINGH |
BJP |
Dausa |
DEEN DAYAL |
BJP |
Deoli-Uniara |
RAJENDRA GURJAR |
BJP |
Khinwsar |
REWANT RAM DANGA |
BJP |
Salumber |
JITESH KUMAR KATARA |
BAP |
Chorasi |
ANIL KUMAR KATARA |
BAP
|
♦রাজস্থানের বিধানসভা কেন্দ্র♦
রাজস্থানে ৭ আসনের মধ্যে ৫টি জিতেছে বিজেপি। একটি কংগ্রেস জিতেছে, অন্যটিতে জয়ী ভারত আদিবাসী পার্টি।
⇐Sikkim Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER CANDIDATE |
PARTY |
|
|
|
Soreng-Chakhung |
Aditya Golay (Tamang) |
SKM |
Namchi-Singhithang |
Satish Chandra Rai |
SKM |
♦সিকিম বিধানসভা কেন্দ্র♦
সিকিমে ২টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা।
⇐Gujarat Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY
|
WINNER / LEADING CANDIDATE
|
PARTY
|
|
|
|
Vav
|
Swaroopji Thakor
|
BJP
|
গুজরাতে একটি আসনে জয়ী বিজেপি।
⇐Chhattisgarh Bypoll Election Results 2024⇔
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Raipur City South |
SUNIL KUMAR SONI |
BJP |
ছত্তিশগড়ের একমাত্র বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি।
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Shiggaon |
PATHAN YASIRAHMEDKHAN |
INC |
Sandur |
E ANNAPOORNA |
INC |
Channapatna |
C P YOGEESHWARA |
INC |
অন্যদিকে কর্নাটকে শক্তি বাড়ল সিদ্দারামাইয়া সরকারসেখানে ৩ বিধানসভা আসলেনই জয় পেয়েছে কংগ্রেস।
⇐Madhya Pradesh Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER / LEADING CANDIDATE |
PARTY |
|
|
|
Vijaypur |
MUKESH MALHOTRA |
INC |
Budhni |
RAMAKANT BHARGAVA |
BJP |
মধ্যপ্রদেশের ২টি আসনের একটি পেয়েছে কংগ্রেস, অন্যটি বিজেপি
⇐Meghalaya Bypoll Election Results 2024⇒
CONSTITUENCY |
WINNER CANDIDATE |
PARTY |
|
|
|
Gambegre |
MEHTAB CHANDEE AGITOK SANGMA |
NPP |
মেঘালয়ে একটি আসনে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। সব মিলিয়ে মোটের উপরে গোটা দেশেই মোদি-শাহর দলের জয়জয়কার।