কলকাতাWednesday, 5 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় জর্জরিত লালবাজার থেকে বিধাননগর   

mtik
January 5, 2022 8:42 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ করোনা এবার হানা দিল লালবাজারে। পুলিশ সূত্রের খবর মঙ্গলবার রাত পর্যন্ত মোট ১২২ জন পুলিশ আধিকারিক কোভিড আক্রান্ত। একাধিক পুলিশ কর্মী ও আধিকারিক আইসোলেশনে রয়েছেন। করোনার উপসর্গ দেখা যাওয়ার পর তাঁরা নিজেদের প্রথম সারি থেকে সরিয়ে নিয়েছেন। জানা গিয়েছে– প্রতিদিনই করোনা আক্রান্ত আধিকারিক কিংবা কর্মীর সংখ্যা বাড়ছে। কয়েকজন শীর্ষস্থানীয় পদের আধিকারিকও করোনা আক্রান্ত হয়েছেন বলেই সূত্রের খবর। কিছুদিন আগে কলকাতার অতিরিক্ত কমিশনার দেবাশিস বড়ালের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল।

জানা গিয়েছে, কলকাতার ডিসি সাউথ আকাশ মাঘরিয়াও করোনা আক্রান্ত হয়েছেন। ট্রাফিক পুলিশের একাধিক কর্মীও করোনা আক্রান্ত বলে সূত্রের খবর। প্রথম ঢেউয়ের মত তৃতীয় ঢেউয়েও একের পর এক পুলিশকর্মী থেকে অফিসার করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি ছাড়াও আরও ৬ জন পুলিশকর্মীও কোভিড পজিটিভ হয়েছেন।ক’দিন ধরেই করোনার বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ বেশ কয়েকজন ট্রাফিক পুলিশকর্মী ও বিভিন্ন থানার পুলিস কর্মীদের মধ্যে। এরপর তাঁদের সবার করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট আসে।

তাতেই দেখা যায় যে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং আরও ৬ জন বিধাননগরের ট্রাফিক পুলিশকর্মী ও বিভিন্ন থানার পুলিশকর্মী করোনায় আক্রান্ত। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকিদের মধ্যে একজন বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।ভবানীপুর থানায় ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গোটা থানাটাই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। থানায় যাঁরা আসছেন, তাঁদের লাইন দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে। একজন অভিযোগ দায়ের করে বেরনোর পরই আরেকজনের ভিতরে ঢোকার অনুমতি মিলছে। পাশাপাশি, কলকাতা পুলিশেও আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আরও একজন জয়েন্ট সিপি পদমর্যাদার আইপিএস অফিসার কোভিড পজিটিভ হলেন। ফলে কলকাতা পুলিশে করোনায় আক্রান্ত আইপিএস অফিসারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সব মিলিয়ে মোট পুলিশকর্মী আক্রান্ত ১২২।