পুবের কলম ওয়েবডেস্কঃ আলিমুদ্দিন থেকে দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহ। রবিবার হলে গিয়ে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা দেখলেন
অনীক দত্তর ছবি অপরাজিত।
রবিবার একটা দুধসাদা বোলেরো গাড়ি বিকেল ঠিক চারটে পাঁচ মিনিট নাগাদ এসে থামে প্রিয়া হলের সামনে। গাড়ি করে নেমে আসা তিন বাম শীর্ষ নেতাকে স্বাগত জানান স্বয়ং পরিচালক অনীক দত্ত।
যাদবপুর এলাকার তরুণ বাম কর্মীদের নাছোড়বান্দা আবদারে অপরাজিতর মোট ১৩০ টা টিকিট কাটেন সুজন চক্রবর্তী। কিন্তু সেই টিকিটও কম হয়ে যায় উন্মাদনার জেরে। সবাই কে চা,বিস্কুট, ইন্টারভালে পপকর্নও খাওয়ান সুজনবাবু।তিন বাম শীর্ষ নেতা কে দর্শকাসনে পেয়ে চুটিয়ে সেলফি ও ছবি তোলেন দর্শকরা।
শো শেষের পর সিপিএম নেতৃত্ব বলেন, “অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটি বাংলা সিনেমার মাইলফলক হয়ে থাকবে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নির্মাণের কাহিনি নিখুঁত ভাবে ধরা রয়েছে ছবিটিতে। অর্থ সংকটে সত্যজিৎ যখন দিশেহারা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তাঁকে সরকারি সাহায্য করেছিলেন। সত্যজিৎবাবু নন্দনের ফিতে কেটেছিলেন, পাশে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এটাই বাংলার সংস্কৃতি।”