রমন ম্যাগসাইসাই পুরস্কার নিলেন না কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েব ডেস্ক: এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ‘রমন ম্যাগসাইসাই’ নিতে অস্বীকার করলেন কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য প্রভৃতি বিষয়ে সাফল্যের জন্য এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরকে এই পুরস্কার দেওয়া হয়। কোভিড ১৯ এবং নিপা ভাইরাস প্রতিরোধে কে কে শৈলজার অসামান্য ভূমিকার কথা মাথায় রেখে তাঁকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কারের প্রতি সম্মান জানিয়ে, বিশেষ কিছু কারণ দেখিয়ে তিনি এটি গ্রহণ না করার কথা জানিয়েছেন।
শৈলজা জানিয়েছেন, দলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনৈতিক কারণেই তিনি পুরস্কার নিচ্ছেন না। তাছাড়া স্বাস্থ্যখাতে যে সাফল্যের জন্য তাঁকে এই পুরস্কার দিতে চাওয়া হয়েছে, তাতে তাঁর একার অবদান নেই, আরও অনেকে এই কাজে যুক্ত ছিলেন। তিনি বলেছেন, এটা দলগত সাফল্য ছিল, তাই তিনি একা এই পুরস্কার নিতে পারেন না। তিনি এও বলেন, রমন ম্যাগসাইসাই পুরস্কার কখনও কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেওয়া হয় না। অথচ তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই কারণেই দলগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি বলেছেন, এই পুরস্কারটি রমন ম্যাগসাইসাই এর স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়, যিনি ফিলিপিন্সে কমিউনিস্টদের নির্মম ভাবে দমন করার ক্ষেত্রে অন্যতম মুখ ছিলেন। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শৈলজার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই পার্টি তাঁকে পুরস্কার প্রত্যাখ্যান করতে বলেছে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু দলের পক্ষ থেকে একথা অস্বীকার করা হয়। শৈলজাও এই প্রসঙ্গে দলের পাশে দাঁড়িয়েছেন।