মানবতার খাতিরে ১০০ আর্মেনীয় সেনার লাশ ফেরাবে আজারবাইজান

- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধে মারা যাওয়া অন্তত ১০০ আর্মেনীয় সেনা সদস্যের মরদেহ ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে আজারবাইজান। আজারবাইজানের যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আজারবাইজান রেডক্রসের আন্তর্জাতিক কমিটিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলতি সপ্তাহের সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা ইতিমধ্যে ২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে আর্মেনিয়ার ১৩৫ জন সেনা নিহত হয়েছে। আর আজারবাইজানের নিহত হয়েছে ৭৭ জন। সীমান্তবর্তী নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সর্বশেষ ২০২০ সালে সংঘাতে জড়ায় দুই দেশের সেনাবাহিনী।
ওই সংঘর্ষের মধ্য দিয়ে নাগার্নো-কারাবাখ অঞ্চল ছাড়াও আর্মেনিয়ার বেশকিছু এলাকা দখল করে আজারবাইজান। প্রতিবেশী দেশ দুটির সীমান্তে গত মঙ্গলবার ফের সংঘাত ছড়িয়ে পড়ে। দুই বছর আগে সামরিক সংঘাতের পর এটিই সবচেয়ে ভয়াবহ। তিন দিন পর বৃহস্পতিবার আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া ও আজারবাইজান। তবে সংঘাতের জন্য একে অপরকে দায়ী করে আসছে উভয়পক্ষ। সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়ে শুক্রবার আর্মেনিয়া বলেছে, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের অন্তত ১৩৫ জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজান নিহতের নতুন সংখ্যা প্রকাশ করে জানিয়েছে, নিহতের সংখ্যা ৭১ থেকে বেড়ে হয়েছে ৭৭। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ‘এই মুহূর্তে সংঘাতে নিহত আর্মেনীয়দের সংখ্যা ১৩৫। দুর্ভাগ্যজনক হলেও এটিই চূড়ান্ত নয়। আরও অনেকে আহত রয়েছে।’ দেশটির একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, আজারবাইজান সেনাবাহিনীর ছোড়া গোলায় এক অসামরিক নিহত ও ৬ ব্যক্তি আহত হয়েছেন।