০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন। তার মধ্যে রয়েছে ২ বছরের শিশুও। কে বা করা করল এই খুন? কেনই বা এই খুন হল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। একই পরিবারের পাঁচ সদস্যকে বাড়ি বয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, রামকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)। এমনকী হত্যার পর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সকল সদস্য বাড়ির উঠানে ঘুমাচ্ছিলেন তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে পৌঁছন। দেখেন যে বাড়ির পাঁচ সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত খুনের পিছনের কারণ খুঁজে বের করতে পারেনি তারা। উল্লেখ্য, প্রয়াগরাজে নৃশংস গণহত্যার ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহে রাজধানীর নবাবগঞ্জে একই পরিবারের চার সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে যে , ঘটনার তদন্ত করা হচ্ছে এবং জেলার এসপি ঘটনাস্থলে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি টিম। এ ছাড়াও ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, এডিজি প্রশান্ত কুমার ঘটনাটির বিষয় খোঁজ নিয়েছেন এবং বলেছেন এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন। তার মধ্যে রয়েছে ২ বছরের শিশুও। কে বা করা করল এই খুন? কেনই বা এই খুন হল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। একই পরিবারের পাঁচ সদস্যকে বাড়ি বয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, রামকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)। এমনকী হত্যার পর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সকল সদস্য বাড়ির উঠানে ঘুমাচ্ছিলেন তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে পৌঁছন। দেখেন যে বাড়ির পাঁচ সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত খুনের পিছনের কারণ খুঁজে বের করতে পারেনি তারা। উল্লেখ্য, প্রয়াগরাজে নৃশংস গণহত্যার ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহে রাজধানীর নবাবগঞ্জে একই পরিবারের চার সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে যে , ঘটনার তদন্ত করা হচ্ছে এবং জেলার এসপি ঘটনাস্থলে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি টিম। এ ছাড়াও ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, এডিজি প্রশান্ত কুমার ঘটনাটির বিষয় খোঁজ নিয়েছেন এবং বলেছেন এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।