পুবের কলম প্রতিবেদন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানি তিন মিনিটেই শেষ হয়ে গেল৷ আজ, শুক্রবার শুনানির সময় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২টোয় শুনানি শুরু হওয়ার কথা ছিল৷ সেই মতো পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী৷ কিন্তু মাত্র তিন মিনিটেই শেষ হয় শুনানি বলে বিধানসভা সূত্রে খবর৷
বিধানসভার ওই সূত্র থেকে জানা গিয়েছে যে, আগামী ৩০ জুলাই ফের শুনানির দিন ধার্য করেছেন অধ্যক্ষ৷ বিজেপির একটা সূত্র থেকে জানা যাচ্ছে, এর আগেই আদালতে যাচ্ছে গেরুয়া শিবির। কারণ তারা মনে করছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচনের দিন যেভাবে মুকুল রায়কে বিজেপি সদস্য বলে দেখানো হয়েছে, একে বিচারের আগেই রায়দান হিসাবেই দেখছে বিজেপি৷ আর তাই অধ্যক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করেই আদালতের দ্বারস্থ হচ্ছে গেরুয়া শিবির।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের লক্ষ্যে প্রখ্যাত বিজেপি নেতা তথা আইনজীবী রাম জেঠমালানি ছেলের সাহায্য নিচ্ছে দল। তার নির্দেশ মতো বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজ কাটিং ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তৈরি করা হয়েছে ৪৬ পাতার পিটিশন৷ একই পিটিশন অধ্যক্ষের কাছেও জমা দিয়েছে বিজেপি৷
ব্রেকিং
- তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু গেছে: ইউক্রেনের প্রাক্তন সেনাপ্রধান
- হরিয়ানায় গণনায় কারচুপি করেছে বিজেপি, হাইকোর্টে আবেদন কংগ্রেসের
- পুলিশ নিরীহ মানুষকে গ্রেফতার করছে, অভিযোগ তুলে শাসন থানায় ডেপুটেশন যুব ফেডারেশনের
- বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে গ্রামবাসী, ‘ভয় নেই’ অভয় দিল বন দফতর
- ট্রেনে তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় ডিআরএম-কে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি
- সোনারপুরের বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম স্কোয়ার্ড
- মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
- জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও শহরে মিলবে না ঠাণ্ডা
- ‘ময়নাতদন্তের পরেও বেঁচে উঠল লাশ’ ঢোকানো হত চুল্লিতে, রাজস্থানে অদ্ভুতুড়ে কাণ্ড
- ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
- ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ
- বাংলাদেশে নয়া নির্বাচন কমিশনার