পুবের কলম প্রতিবেদকঃ আগামী ৭ ডিসেম্বর মানিকতলার হযতর ফতেহ আলি ওয়সী (রহ.)-এর দরবার শরীফে অনুষ্ঠিত হবে ঈসালে সওয়াব। আর এই ইসালে সওয়াব ঘিরে গোটা মাজার এবং মসজিদ চত্ত্বর এলাকায় কাজ চলছে দ্রুত গতিতে। ৭ ডিসেম্বরের আগে যাতে কাজ শেষ হয় তার জন্য রাজ্য ওয়াকফ বোর্ড থেকেও লক্ষ্য রাখা হচ্ছে।
প্রতি বছর রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান খোঁজ খবর নেন কাজ কর্মের। এ বছরও এই ঈসালে সওয়াবের প্রস্তুতি সম্পর্কে নিয়মিত খবর রাখছেন, কলকাতা পুরসভার বিদায়ী প্রশাসক ফিরহাদ হাকিম, সাধন পান্ডে অসুস্থ থাকায় তাঁর কন্যা শ্রেয়া পান্ডে এবং রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি।
শনিবারর হাজি রহিম বক্স ওয়াকফ এস্টেট কমিটির সম্পাদক কুতুবউদ্দিন তরফদার বলেন, গত বছরেû মসজিদের কাজ শেষ হয়েছে। এবছর মাজার সংস্কারে কাজ প্রায় শেষের পথে। বছর খানেক ধরে মাজার-এর কাজ চলছে। ৭ ডিসেম্বর ইসালে সওয়াবের আগে কাজ অনেকটাই শেষ হবে। এবছরও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ঈসালে সওয়াবের অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বোর্ডের চেয়ারম্যান আবদুল গনি, শ্রেয়া পান্ডে ছাড়াও রাজ্যের বিশিষ্টজনেরা উপাস্থিত থাকবেন।