নদী দিয়ে পাচারের সময় কাঠ উদ্ধার

- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 8
শুভজিৎ দেবনাথ,গয়েরকাটাঃ নদীর জলে ভাসিয়ে পাচার করা হচ্ছিল জঙ্গল থেকে কেটে ফেলা গাছ। খবর পেয়ে সেই কাঠ পাচার রুখে দিলেন বনকর্মীরা। বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলা গয়েরকাটা চা বাগানের আংরাভাসা ২ সেকশন সংলগ্ন এলাকায়। এদিন গয়েরকাটার মধুবনী নদী দিয়ে পাচার হচ্ছিল মূল্যবান কাঠ। মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে সেই কাঠ পাচার রুখে দেন।
উদ্ধার করা কাঠ নিয়ে আসা হয় মোরাঘাট রেঞ্জ অফিসে। বনদপ্তর সূত্রে খবর , উদ্ধার করা কাঠের পরিমান প্রায় ২৫ ঘনফুট। সেগুলি শালকাঠ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে কাঠ পাচারের ঘটনা প্রতিনিয়তই সামনে আসছে। এক্ষেত্রে নদী কে পাচারের রুট হিসেবে ব্যবহার করছে কাঠ পাচারকারীরা।
লোকালয় গিয়ে কাঠ পাচারে কাজ কঠিন হওয়ায় কাঠ কেটে নদীর জলে ভাসিয়ে তা নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ এলাকায়। তারপর সুযোগ বুঝে তা গাড়িতে লোড করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এভাবেই চলছে কাঠ পাচার। বনদপ্তর সূত্রে খবর, নদী থেকে কাঠ পাচারের সময় প্রায় ২৫ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে। কাঠ পাচারকারীদের খোঁজ চালানো হচ্ছে।