পুবের কলম প্রতিবেদক: অগ্নিনির্বাপনের মহড়া চলল বইমেলায়। বসতি বাড়িতে আচমকাই আগুই লেগে গেলে কি করবেন? অথবা গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটলে কি করণীয়? হাতে কলমে সবটাই মহড়া দিয়ে বুঝিয়ে দিলেন ফায়ার ব্রিগেড বাহিনী। কলকাতা বইমেলায় বহু মানুষের সমাগম ঘটে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অগ্নিনির্বাপনের সচেতনতার পাঠ দিলেন রাজ্য দমকলের কর্তা-ব্যক্তিরা।
মঙ্গলবার বইমেলা প্রাঙ্গনের ৪ নম্বর গেট সংলগ্ন রাজ্য অগ্নিনির্বাপন ও জরুরী পরিষেবা দফতরের স্টলের সামনে আগুন নেভানোর মহড়া চালান দমকলে বিশেষজ্ঞ বাহিনী। একই সঙ্গে দফতরের স্টলেরও উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী সুজিত বসু, গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মহড়া শেষে মন্ত্রী সুজিত বসু জানান, ফায়ার বিভাগকে অত্যাধুনিকরণ করার চেষ্টা করা হচ্ছে। আগুন সংযোগ যাতে না ঘটে তার সচেতনা বৃদ্ধি করা হল। আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দমকল বাহিনীতে কি প্রকার যন্ত্রাংশ কাজে লাগে দর্শনার্থীদের তা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যে মোট ১৫৪টি ফায়ার স্টেশন রয়েছে। আগামী ২০০ টি স্টেশনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।