পুবের কলম ওয়েবডেস্কঃ পুজোর মেট্রোয় এবার দেখা মিলবে জিন্স, টিশার্ট পরিহিত সাদা পোশাকের মহিলা আরপিএফ বাহিনীর। মেট্রোতে পুজোর ভিড়ে মিশে ইভটিজিং, ছিনতাইয়ের মত অপরাধ রুখবেন তারা।
সাদা পোশাকের এই মহিলা বাহিনী ছাড়াও থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়াও থাকছে ট্রাবল শুটিং স্টাফ, থাকবে মেডিকেল টিম। ভিড়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
নজরদারিতে থাকছে ডগ স্কোয়াডও। পুজোর চারদিন মেট্রোরেলে যাত্রীরা কোভিড প্রটোকল মানছেন কিনা তা দেখার জন্য থাকছে আটশো আরপিএফ।
আগের মতো সারা রাত না চললেও পুজোর ক’দিন রাতের দিকে বাড়ছে মেট্রো পরিষেবা। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রো। তবে সকালের দিকে সাড়ে সাত’টার বদলে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টায়। পুজোর সময়ও অবশ্য টোকেন ইস্যু করা হবে না। স্মার্ট কার্ডেই যাতায়াত করতে হবে যাত্রীদের।