কলকাতাSunday, 7 May 2023
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গেল ‘দ্য কেরল স্টোরির’ প্রদর্শন  

Puber Kalom
May 7, 2023 5:28 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরল স্টোরি’ নিয়ে বিতর্ক অব্যাহত। এবার তামিলনাডুর সমস্ত মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ হয়ে গেল এই ছবির  প্রদর্শন। রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে তামিলনাডু সরকার। সিনেমা প্রদর্শন বন্ধ না হলে হলের বাইরে বিক্ষোভ দেখানোর হুমকিও  দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে  মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শন বন্ধের পথেই হাঁটল   কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে ছবিটিকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে চক্রান্ত করে এই সিনেমা তৈরি হয়েছে। সংঘ পরিবার  মুসলিম সম্প্রদায়কে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়ার সিদ্ধান্তকে অভীষ্ট করতে এই সিনেমা বানানো হয়েছে বলেই দাবি একাংশের। তাছাড়া বাঙালি পরিচালক বিজেপি ঘনিষ্ঠ বলেও জল্পনা ছড়িয়েছে বাতাসে। আগুনে ঘি ঢালার মতো কাজ হয় যখন ছবিটি মুক্তি পায়। সেটাকে কেন্দ্র করে তামিলনাড়ুতে শনিবার ‘এনটিকে’ নামে রাজ্যের এক রাজনৈতিক দল চেন্নাইয়ে বিক্ষোভও দেখান। এরপর রবিবার থেকে দক্ষিণী রাজ্যে বন্ধ হয়ে যায় ‘দ্য কেরল স্টোরি’র প্রদর্শন।