উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ঘূর্ণিঝড় দানার দাপটের পরেঅতি বৃষ্টিতে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়ে দুশ্চিন্তায় জয়নগরের চাষিরা। শুক্রবারের প্রবল বৃষ্টিতে ধান চাষের জমি জলমগ্ন হওয়ায় জলে ডুবে গেছে ধান গাছ।অন্য দিকে বর্ষার সময় চারা করা শীতকালীন সবজি বাগান জলমগ্ন হওয়ায় সবজি চাষে ক্ষতির মুখে পড়েছে চাষিরা।
জয়নগর ১ নং ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেল, জয়নগর ১ নং ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান চাষে কম বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। তবে জয়নগর ১ নং ব্লকের খাকুড়দহ, জাঙ্গালিয়া, নারায়ণীতলা, হরিনারায়ণপুর, রাজাপুর করাবেগ ও ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েত এলাকায় সবজি চাষে ভালোই ক্ষয় ক্ষতি হয়েছে।
জাঙ্গালিয়ার কয়েকজন চাষি বলেন,মূলত সবজি বাগান থেকে আমাদের সংসার চলে। এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। কি করে সংসার চালাবো বুঝতে পারছি না।
এব্যাপারে জয়নগর ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা মহাদেব বারুই বলেন,আমাদের কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা শনিবার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চাষিদের সাথে কথা বলেছেন।এই সময় কি করনীয় সে বিষয়ে তাঁরা মতামত ও দিয়েছেন ।বৃষ্টি পুরোপুরি বন্ধ হবার কয়েকদিন পরে ক্ষতির সঠিক পরিমান বোঝা যাবে।তাঁর পরে সেই হিসাব করে।
Read more: সঠিক সময় ইসরাইল এই হামলার জবাব পাবে: ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী
জেলা কৃষি দফতরে পাঠানো হবে এবং তার পরে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা দেখা হবে।তবে এই বৃষ্টির ফলে সবজির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।