বিজেপি মন্ত্রীর ছেলের গাড়িতে কৃষকদের পিষে হত্যা, তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিবাদী কৃষকদের পিষে দেয় বিজেপি মন্ত্রীর ছেলের গাড়ি। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন কৃষকের, গুরুতর আহত আরও এক কৃষক। উত্তরপ্রদেশের টিকুনিয়ার এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন পাঁচ সদস্যের সাংসদদের একটি দল মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করবেন।
রবিবার বেশি রাতের দিকে মুখ্যমন্ত্রী একটি টুইট করেন। টুইট বার্তায় তিনি লেখেন “লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কৃষকদের প্রতি বিজেপির এই উদাসীনতায় আমি অত্যন্ত ব্যথিত। আগামিকাল তৃণমূলের পাঁচ সাংসদের একটি প্রতিনিধি দল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে। আমাদের কৃষকদের প্রতি সর্বদা আমাদের নিঃশর্ত সমর্থন আছে।’’
লখনৌয়ের উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে রবিবার লখিমপুর খেরিতে কৃষকরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন একটি গাড়ি তাদের পিষে দেয় বলে অভিযোগ।
লখিমপুর খেরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে টিকুনিয়া নামে যে জায়গায় সেই ঘটনা ঘটেছে, সেখানে ইতিমধ্যে রওনা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার এবং অন্যান্য শীর্ষ কর্তারা।মোতায়েন করা হয়েছে তিন কোম্পানি আধা সামরিক বাহিনী। অশাম্তি এড়াতে আংশিক বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।
আরও খবর পড়ুনঃ