পুবের কলম ওয়েবডেস্কঃ সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হলেন কাশ্মীরি টেলিভিশনের বিখ্যাত অভিনেত্রী আমরিন ভাট। বুধবার বদগামের চাদুরায় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছে আমরিনের ১০ বছরের ভাইপো। তার হাতে গুলি লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। কাশ্মীর টেলি জগতে পরিচিত মুখ ছিলেন আমরিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ জনপ্রিয় ছিল। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বাড়ি টার্গেট করে নাশকতা চালানো হয়। তবে কেন অভিনেত্রীকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়।
এলোপাতাড়ি গুলিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী, তাঁর ঘাড়ে গুলি লাগে।হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ উপত্যকার বহু রাজনৈতিক নেতা।
গত ১২ মে এই শহরেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কাশ্মীরি পন্ডিত ও সরকারি কর্মচারি রাহুল ভাট। দিন কয়েক আগে খুন হন এক পুলিশ অফিসার। সেই ঘটনায় জখম হয়েছিল পুলিশ কর্তার সাত বছরের মেয়ে।
Shocked & deeply saddened by the murderous militant attack on Ambreen Bhat. Sadly Ambreen lost her life in the attack & her nephew was injured. There can be no justification for attacking innocent women & children like this. May Allah grant her place in Jannat. pic.twitter.com/5I9SsymbD0
— Omar Abdullah (@OmarAbdullah) May 25, 2022