পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যর্থ হল বুথ সমীক্ষা। সব সমীক্ষাকে হারিয়ে হরিয়ানায় জয়ের পথে বিজেপি। এর আগে বুথ ফেরত সমীক্ষাগুলি সম্মিলিত ভাবে জানিয়েছিল, হরিয়ানায় কংগ্রেস ৫৫টি আসনে জিততে পারে। আর বিজেপি পেতে পারে ২৬টি আসন। যদিও বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণ করে তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠনের পথে বিজেপি। হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস এবং বিজেপির। কংগ্রেস প্রাথমিক ভাবে এগিয়ে গেলও বিজেপি ফের কড়া টক্কর দিয়ে পিছনে ফেলল হাত শিবিরকে।
অন্যদিকে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে।তাই সকলের চোখ সেইদিকে। হরিয়ানায় বেলা যত গড়াচ্ছে ততই গেরুয়া শিবিরের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে বিজেপিকে পিছনে ফেলেছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও সিপিআইএম-এর জোট। বুথ ফেরত সমীক্ষায়, জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু ফল হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোটই।
জম্মু ও কাশ্মীরের প্রবণতা বলছে, সরকার গঠন করতে চলেছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও সিপিআইএম-এর জোট।
2 Comments
Pingback: কংগ্রেসে যোগ দিয়েই চমক, হরিয়ানা থেকে জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট – PuberKalom.com
Pingback: হরিয়ানায় তৃতীয়বারের মত সরকার গঠন করবেন নায়াব সিং সাইনির – PuberKalom.com