পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরোত্তর বাড়ছে জ্বালানি মূল্যের দাম। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল বের হওয়ার পরেই হু-হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম।
এদিন কলকাতায় ৮৩ পয়সা দাম বেড়ে পেট্রোলের প্রতি লিটারের দাম হয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা। ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে ৮ দিনে সাত বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ৮ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকার বেশি। ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা।
ফের মঙ্গলবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। মোদি সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আগামী ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যে ‘মেহঙ্গাই মুক্ত’ ভারত অভিযান করবে কংগ্রেস। জ্বালানির প্রতিবাদে করা হবে মিছিল।
দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। সিলিন্ডারপ্রতি দামও এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে লাগাতার জ্বালানির দাম বৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনে।
আগেই আশঙ্কা করা হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে জ্বালানি মূল্যের উপরে। এবার সেই আশঙ্কা সত্যি করে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম।
রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২১ পয়সা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম ৮৫ পয়সা এবং ৭৫ পয়সা করে বেড়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোল দাম ১১৫ টাকা ০৪ পয়সায় দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কলকাতায় পেট্রোলের প্রতি লিটারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬৮পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬২পয়সা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৩০ দিন পার করেছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ ভারতকে উদ্বেগে রাখে। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল। তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে।