পুবের কলম, ওয়েবডেস্ক: পর পর এক অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রথমে পল্লবী দে’র মৃত্যু। পরে বিদিশা দে মজুমদার। এবার আজ ফের আত্মহত্যার ঘটনা। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মঞ্জুষা নিয়োগী। মঞ্জুষাও একজন মডেল-অভিনেত্রী। বাড়ি পাটুলির বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। হাসপাতালে নিয়ে তাকে মৃত বলে জানায় চিকিৎসকেরা।
মঞ্জুষার দেহ এদিন উদ্ধার হয় পাটুলির ফ্ল্যাট থেকে৷ আজ, শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদিশা ও মঞ্জুষা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার মৃত অভিনেত্রী মঞ্জুষার মা বললেন, বিদিশা চলে যাওয়ার পর থেকেই বলত, আমিও বিদিশার মতোই করব। অল্পদিনেই এদের সামনে প্রচুর পয়সার হাতছানি। এরা ভাবে, যা খুশি তাই করব। আমার মেয়েও সব সময় উপরে ওঠার চিন্তা করত। সেটাই কাল হল। বিদিশা চলে যাওয়ার পর মঞ্জুষার মধ্যেঅ মৃত্যুর বাসনা আরও বেশি জেগে ওঠে। আমাকে বলেছিল, ‘পল্লবীর বাড়িতেও সাংবাদিকরা এসেছিল, তোমার বাড়িতেও আসবে।’ আমি ওকে কত করে বোঝাতাম। কোনও লাভ হল না।
মঞ্জুষার মা আরও জানিয়েছেন, আমার জামাই খুব ভালো মানুষ। মেয়ের খুব খেয়াল রাখত। মাত্র ৬ মাস আগে বিয়ে হয়েছিল’।