৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃ এখনও বন্যায় প্লাবিত অসমের একাধিক অঞ্চল। এমত অবস্থায় বানভাসী অসমে বন্যা পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে বেশ কিছু জায়গায়। তুলনামূলক ভাবে নগাঁও জেলার কামপুর এলাকা কিছুটা ঝুঁকিমুক্ত, তবে এখনও জলের তলায় একাধিক অঞ্চল। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই ত্রান দেওয়া শুরু হয়ে গেছে। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৮টি জেলার ৩৩.০৩ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম
প্রশাসন সূত্রে খবর, বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ শিশু সহ কমপক্ষে ১০ জনের। ২২ টি জেলায় ৭১৭ টি টি ত্রাণ শিবির প্রতিষ্ঠাপিত করা হয়েছে। বন্যার জলে ক্ষতিগ্রস্থ ২,৬৫,৭৪৪ জন স্থানীয়দের এই ত্রান শিবির গুলোতে রাখা হয়েছে।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম
উল্লেখ্য, অসমের একাধিক জেলা এখনও বন্যা কবলিত। এখনও বুক পর্যন্তও জল। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি থামলেও বরাক নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে শিলচরের একাধিক অঞ্চল।এই ভাবে এক এক করে অসমের একাধিক জায়গা এখনও জলের নীচে।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম

সাধারণত ভৌগলিক কারণে অসম বন্যাপ্রবণ হওয়ায় প্রতিবছরই বন্যা হতে থাকে। তবে এই বারের বন্যা অন্য ভাবে ছাপ ফেলেছে স্থানীয়দের মনে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছিল কিছুদিন আগে। চলছে উদ্ধারকার্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এখনও বন্যায় প্লাবিত অসমের একাধিক অঞ্চল। এমত অবস্থায় বানভাসী অসমে বন্যা পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে বেশ কিছু জায়গায়। তুলনামূলক ভাবে নগাঁও জেলার কামপুর এলাকা কিছুটা ঝুঁকিমুক্ত, তবে এখনও জলের তলায় একাধিক অঞ্চল। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই ত্রান দেওয়া শুরু হয়ে গেছে। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৮টি জেলার ৩৩.০৩ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম
প্রশাসন সূত্রে খবর, বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ শিশু সহ কমপক্ষে ১০ জনের। ২২ টি জেলায় ৭১৭ টি টি ত্রাণ শিবির প্রতিষ্ঠাপিত করা হয়েছে। বন্যার জলে ক্ষতিগ্রস্থ ২,৬৫,৭৪৪ জন স্থানীয়দের এই ত্রান শিবির গুলোতে রাখা হয়েছে।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম
উল্লেখ্য, অসমের একাধিক জেলা এখনও বন্যা কবলিত। এখনও বুক পর্যন্তও জল। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি থামলেও বরাক নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে শিলচরের একাধিক অঞ্চল।এই ভাবে এক এক করে অসমের একাধিক জায়গা এখনও জলের নীচে।

দুর্যোগের আঁচ কিছুটা কমলেও এখনও বানভাসী অসম

সাধারণত ভৌগলিক কারণে অসম বন্যাপ্রবণ হওয়ায় প্রতিবছরই বন্যা হতে থাকে। তবে এই বারের বন্যা অন্য ভাবে ছাপ ফেলেছে স্থানীয়দের মনে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছিল কিছুদিন আগে। চলছে উদ্ধারকার্য।