কলকাতাSunday, 21 August 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে গেলেও আসবেনা নোটিফিকেশন, একগুচ্ছ নয়া ফিচার হোয়াটসঅ্যাপে

mtik
August 21, 2022 8:07 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং আ্যপ হোয়াটসঅ্যাপ।মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন তার ব্যবহারকারী বা ইউজার্স দের চ্যাটিং মুছে দেওয়ার জন্য দু দিনের বেশি সময় দিচ্ছে।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে, হোয়াটসঅ্যাপ প্রেরিত বার্তা মুছে ফেলার বিকল্পে পরিবর্তনের জন্য নয়া ফিচারের ঘোষণা করেছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নয়া ফিচারের কথাও জানিয়েছেন জুকারবার্গ।

তিনি জানান, হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি ফিচার আসছে। এর ফলে গ্রুপ চ্যাট থেকে কেউ বেরিয়ে গেলেও কোনও নোটিফিকেশন দেখাবে না হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে আপনি অনলাইনে সক্রিয় থাকলে কে বা কারা দেখতে পারবেন তাও নিয়ন্ত্রণ করতে পারবেন । এছাড়া মেসেজের স্ক্রিনশট নেওয়ার সুযোগও বন্ধ করা যাবে।

মেটা প্রধান বলেন, ‘আমরা আপনার মেসেজ নতুন উপায়ে সুরক্ষিত করতে কাজ করছি, যাতে আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিশ্চিত করা যায়।

এবার থেকে হোয়াটসঅ্যাপে কেউ স্টেটাস আপডেট করলে সেখানে আপনি ইমজি ব্যবহার করে রিয়াকশন দিতে পারবেন। এক্ষেত্রে মোট আটটি ইমোজি থাকবে আপনার ব্যবহারের জন্য। এছাড়াও ওয়েব এর জন্য বানান চেক করার ব্যবস্থাও নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি সিকিউরিটি ফিচারের দিক থেকে লগ ইন অ্যাপ্রুভাল এর ব্যবস্থা করছে তারা। একই সঙ্গে এই নতুন ব্যবস্থায় তাঁরা ফোন নম্বর লুকিয়ে রাখার অপশনও দিচ্ছেন। এবার থেকে গ্রাহক দেখতে পারবেন কাকে তিনি ফোন নম্বর দেখাতে চান।

ইন-চ্যাটের মাধ্যমে শুধুমাত্র অ্যাডমিনদের গ্রুপ ছাড়ার ঘটনা সম্পর্কে অবহিত করা হবে। গ্রুপের সদস্যদের নাম যারা গ্রুপ ‘ লিভ ‘ করেছেন তাদেরকে শুধুমাত্র “অতীত অংশগ্রহণকারীদের” তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।