পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে জরুরি বৈঠক করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টা তিনেক পিকের সঙ্গে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। পিকে-মমতার এই বৈঠক ঘিরে তৃণমূলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই দলের সাংগঠনিক স্তরে রদবদল করতে পারেন মমতা। সেই নিয়েই আলোচনা হয়েছে পিকের সঙ্গে। তৃণমূল সূত্রের খবর, এখন থেকে দল এবং প্রশাসনের কাজকে সম্পূর্ণ আলাদা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। প্রশাসনিক বা সরকারের কাজে কোনওরকম অসুবিধা না করেই দলের সংগঠন বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়া যায়। মূলত সেই লক্ষ্যেই ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ম চালু করছে শাসকদল। রাজ্যের কোনও মন্ত্রীকে আর জেলা সভাপতি বা দলের অন্য কোনও সাংগঠনিক পদে রাখা হবে না। আবার দলের কোনও পদাধিকারিকে নিয়োগ করা হবে না প্রশাসনিক পদে। জেলাস্তর থেকে একেবারে ব্লকস্তর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। এই নতুন নিয়মের ফলে অন্তত চারটি জেলার জেলা সভাপতি বদল করতে হবে শাসক শিবিরকে। উত্তর ২৪ পরগনা, হাওড়া গ্রামীণ, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের জেলা সভাপতিরা এই মুহূর্তে রাজ্যের মন্ত্রীপদে রয়েছেন। এদের সকলকেই যে কোনও একটি পদ ছাড়তে হবে। ব্লকস্তরেও বহু রদবদল হবে। কারণ, একেবারে নিচের তলাতেও দেখা যায় একজন ব্যক্তিই একাধিক পদ দখল করে বসে আছেন। দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত এই রদবদলগুলি সেরে ফেলে উপনির্বাচন এবং পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়বে শাসক শিবির। সম্ভবত, সেই রদবদলের জন্যই প্রশান্তের সঙ্গে একান্ত আলোচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রেকিং
- রোকেয়া চর্চা কেন্দ্র স্থাপনের দাবি ‘ভূমি’র
- ভারতে সুপরিকল্পিত সংখ্যালঘু নির্যাতন চলছে: অ্যাঞ্জেলা মার্কেল
- বাড়ির পুরকর নির্ধারণে ভুল তথ্য দিলে জরিমানা
- প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ
- নিজে সচেতন না হলে উপায় নেই, কাম্বলি সম্পর্কে কপিল
- মোদি-আদানি ভাই-ভাই লেখা ব্যাগ , প্রিয়াঙ্কার অভিনব প্রতিবাদে রাহুল বললেন, ‘কিউট’
- মহামেডান এক্সিকিউটিভ কমিটিতে শ্রাচী ও বাঙ্কারহিল
- ফুটবলকে আলবিদা নানির
- ‘সংখ্যাগুরুদের মর্জিমতোই দেশ চলবে, কাঠমোল্লারা দেশের শত্রু’ বিদ্বেষ-ভাষণ ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতির
- মহিলা ভারোত্তককে যৌন হেনস্থার অভিযোগ
- ’শুধুমাত্র ধর্মের ভিক্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়’, ওবিসি মামলায় পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট
- নো-ফ্লাইং জোন মসজিদুল হারাম ও মসজিদে নববী